রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জন গ্রেফতার
২০ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (২০-০১-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০০ জন, দূর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৮ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং সুশীল টুডু(৩৮) এবং ২নং চন্দন মুরমু @ ভাগ্য মুরমু(২৭) কে ২২লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ হাবিবুর রহমান(৩৮) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ নাসির উদ্দিন(৩০) কে ০৩বোতল ফেন্সিডিলসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ জিয়ারুল ইসলাম ওরফে জিয়ার(৪৭) এবং ২নং মোঃ মুন্না ইসলাম(২৪) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।