মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০৬ মাসের সাজাপ্রাপ্ত ০১ জন, ০২ মাসের সাজাপ্রাপ্ত ০১ জন এবং গ্রেফতারী পরোয়ানার ০৩ জন আসামী গ্রেফতার।

১৯ জানুয়ারী, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এএসআই/শ্রী সুমন চন্দ্র মন্ডল, এএসআই/শ্রী সুকদেব চন্দ্র গাইন, এএসআই/মোঃ শামছুর রহমান, কং/১৫২০ মোঃ সাজু আহমেদ, কং/৭৩৩ মোঃ খায়রুল ইসলাম কর্তৃক সিআর-৬০১/১৮, সিআর- ১২২সি/১৭ ও সিআর- ৫১/১২ মোহনপুর, দায়রা মামলা নং- ৬৬১/১২, ধারা- এন আই এ্যাকট ১৩৮ এর ০৩ টি ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড, ২,৫৮,৫০০ (দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশত) টাকা জরিমানা কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ আলিম ওরফে মোঃ আঃ আলিম মোল্লা পিতা- মোঃ মজের মোল্লা সাং- গোছা থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এবং এএসআই/মোঃ দাউদ আনোয়ার, এএসআই/মোঃ নূর হোমসন, কং/৫৮১ মোঃ আবুল কালাম, কং/৭৪২ মোঃ আঃ খালেক, কং/১৩৩৪ মোঃ জাহেদুল ইসলাম, কং/১১৬৭ আহম্মাদ আলী কর্তৃক সিআর-২৬/১৭ এর ০২ মাসের সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী ২। মোঃ ইকবাল পিতা- মোঃ আবুল হোসেন সাং- সরমইল থানা- মোহনপুর জেলা- রাজশাহী, সিআর-২০৬৫/১৯ এর আসামী ৩। মোঃ মইফুল ইসলাম (৪২) পিতা- জান মুহাম্মদ সাং- চাঁদপুর (পশ্চিমপাড়া)থানা- মোহনপুর জেলা- রাজশাহী, সিআর ১৫৫৩/১৮ এর আসামী ৪। মোঃ বাবুল সরকার (৪৫) পিতা- মৃত ফরাতুল্লাহ সরকার সাং- আত্রাই থানা- মোহনপুর জেলা- রাজশাহী এবং সিআর-১৪৬৮/১৮ ও ৫৭৩/১৯ এর আসামী ৫। মোঃ দুলাল হোসেন (৩৬) পিতা- মোঃ সাহেব আলী সাং- সরমইল থানা- মোহনপুর জেলা- রাজশাহীগনদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ