রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪৩ জন গ্রেফতার

১৮ জানুয়ারী, ২০২০

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১৮-০১-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, তানোর থানা ১০ জন, মোহনপুর থানা ০৫ জন, পুঠিয়া থানা ০৭ জন, বাগমারা থানা ০৫ জন, দূর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে। যার মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ শরীফুল ইসলাম(২৭) কে ৩০ পিচ ইয়াবা, ২নং মোঃ ফিরোজ হোসেন @ টিপু(৩০) এবং ৩নং মোঃ জুয়েল(৩০) কে ৫১গ্রাম হেরোইন ও ২০০গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ আনজাবুর রহমান(৪৮) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং শ্রী চৈতন্য মন্ডল @ বুদু(৬০) এবং ২নং শ্রী বিকাশ চন্দ্র মন্ডল(২৮) কে ০১টি গাঁজা গাছসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ মাহাবুর রহমান(৩৮), ২নং মোঃ শহিদুল ইসলাম(৪০) কে ১১পিচ ইয়াবা এবং ৩নং মোঃ সাইদুর রহমান ওরফে বুদে(৫৫) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ তজিবর রহমান(৩৫) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ