তানোর থানায় পুলিশের বিশেষ অভিযানে ১৫(পনের) জন আসামী গ্রেফতার।
১৮ জানুয়ারী, ২০২০
অদ্য ইং ১৭/০১/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান,জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল জনাব মোঃ আব্দুর রাজ্জাক খাঁন মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মার্চিলিউস সরেন (২২), পিতা- আলাতুন সরেন ২। বিমল মার্ডি (৩০), পিতা- মৃত বেরজান মার্ডি উভয় সাং- রায়তান বাজে আকচা, থানা- তানোর, জেলা-রাজশাহীদ্বয়কে ০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ, এসআই(নিঃ) মোঃ মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ আঃ মালেক মন্ডল(৪৮), পিতা-হাজি মোঃ গাফ্ফার মন্ডল, সাং-ভক্তিপুর, ২। মোঃ আশরাফ সোনার(৪২), পিতা-মৃত আশেক সোনার, সাং-সিধাইড় (সোনারপাড়া), ৩। মোঃ শহিদুল ইসলাম(৪২), পিতা-মৃত লাহার প্রাং, সাং-রায়তান বাজে আকচা (হাজিপাড়া), সর্ব থানা-তানোর, জেলা- রাজশাহীগণদেরকে চোলাইমদ সেবন করার অপরাধে, এসআই(নিঃ) মোঃ মাসুদ করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। শ্রী সুজন(৩০) পিতা শ্রী সত্যরঞ্জন মাতা-শ্রীমতি রেনু সাং-মাসিন্দা হালদারপাড়া থানা-তানোর জেলা-রাজশাহীকে ২৫ গ্রাম গাঁজা সহ, এসআই(নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ সুমু (৩৮) পিতা মৃত আলাউদ্দিন সাং-আমনুরা (মিশন শিমেতলা থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ৫০ গ্রাম গাঁজা সহ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ আব্দুল ময়েজ (৩৩), পিতা- মৃত আব্দুর রশিদ সাং-দক্ষিণ মান্দারী , থানা- লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর, ২। মোছাঃ ববিতা খাতুন (৩০), পিতা- মোঃ আজিমুদ্দীন, স্বামী- মোঃ আব্দুল ময়েজ সাং- চুনিয়াপাড়া, থানা- তানোর, জেলা-রাজশাহীদ্বয়কে গাঁজা ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম, এবং ০৭(সাত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ, এসআই(নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ আনজাবুর রহমান (৪৮), পিতা- মৃত গোলাম মোস্তফা সাং- হাসনাপাড়া চোরখৈর, থানা- তানোর, জেলা-রাজশাহীকে ৪০ গ্রাম গাঁজা সহ, এসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১।মোঃ ওলিউল ইসলাম (২৫), পিতা- মোঃ মজিবুর রহমান স্থায়ী : গ্রাম- জমশেরপুর,২। মোঃ খায়রুল ইসলাম (২২), পিতা- মোঃ আঃ খালেক সাং- মাদারীপুর,৩। মোঃ আঃ রাজ্জাক (৫০), পিতা- মৃত চান্দু সাং- পারিশো (লাহারীপাড়া) ,৪। মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা- মোঃ সোবহান আলী সাং- মাদারীপুর (হঠাৎপাড়া) সর্ব থানা- তানোর, জেলা-রাজশাহীগণদেরকে দেশীয় তৈরী চোলাইমদ সেবন করার অপরাধে এবং এসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পুরাতন মামলার পলাতক আসামী ১। মোঃ শফিকুল ইসলাম @ শফি(৩৭), পিতা-মৃত বছির উদ্দিন বসা, সাং-তালন্দ, থানা-তানোর, জেলা-রাজশাহী গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।