মোহনপুরে নারী ও শিশু মামলার ০১ জন, মাদকদ্রব্য গাঁজা সেবন মামলায় ০২ জন, ওয়ারন্টেভুক্ত ০১ জন এবং ম্যাজিষ্ট্রেট র্কতৃক ভ্রাম্যমান এর ০১ জন আসামী গ্রেফতার।
১৭ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে মোহনপুর থানার মামলা নং- ২০ তারিখ- ১৮/১২/১৯ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ এজাহারভুক্ত আসামী ১। মোঃ শাহাদত হোসেন (৩২) পিতা- মৃত আয়েজ টউদ্দিন সাং- বসন্তকেদার (বিদিরপুর) থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোহনপুর থানাধীন ত্রিমোহনী মোড়ে জনৈক মোঃ আঃ হালিম পিতা- মৃত সেকেন্দার আলী এর মুদি দোকানের সামনে ত্রিমোহনী হইতে ধুরইল গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য দেশীয় গাঁজা সেবন করিয়া মাতলামি করা অবস্থায় আসামী ১। মোঃ সাইফুল সরদার (৩৮) পিতা- মৃত নীলচান সাং- বাটুপাড়া পশ্চিমপাড়া ২। মোঃ ফজলু (৪৯) পিতা- মৃত ইছাহাক আলী সাং- বাটুপাড়া উত্তরপাড়া উভয় থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ১৫ তাং- ০৬/০১/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২১/৪১ ধারায় মামলা রুজু করা হয় ও জয়দেবপুর থানার মামলা নং- ৫৫(১০)১৬ ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ দঃ বিঃ, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৪৫৭/৩৮০/৪১১, জিআর- ১৩১৬/১৬ এর গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ সোলেমান খান (৩০) পিতা- ইদ্রিস আলী সাং- মোল্লাডাঙ্গী থানা- মোহনপুর জেলা- রাজশাহীদের গ্রেফতার করিয়া এবং ম্যাজিষ্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান এর ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ উজ্জল হোসেন (২৭) পিতা- মৃত আয়েজ উদ্দিন সাং- কালিগ্রাম থানা- মোহনপুর জেলা- রাজশাহীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।