রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার
১৬ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশানায় গত ২৪ ঘন্টায় (১৬-০১-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০৩ জন, দূর্গাপুর থানা ০৭ জন, চারঘাট মডেল থানা ০৯ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৮ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ সেলিম(৩৫) কে ৩৫০গ্রাম গাঁজা এবং ২নং মোঃ রফিকুল ইসলাম @ মন্টু(৩৯) কে ১৭গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ সাব্বির হোসেন(২০) কে ০৬বোতল ফেন্সিডিল, ২নং মোঃ আবু সাইদ(৩৭) কে মাদক সেবন, ৩নং মোঃ আমজাদ হোসেন(৫৫) কে ৩০পিচ ইয়াবা এবং ৫০গ্রাম গাঁজা, ৪নং মোঃ রাকিবুল হাসান(১৯), ৫নং মোঃ ফাহিম(২১) এবং ৬নং মোঃ ঈশা খা(৩৫) কে ০৭বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।