বাঘা থানায় ০৪(চার) জন গ্রেফতার

১৫ জানুয়ারী, ২০২০

ইং ১৩/০১/২০২০ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনায় ২১(একুশ) বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাদক ফেন্সিডিল পলাতক  আসামী ১/মোঃ আমিরুল ইসলাম (৩৬) পিতা-মৃত আজিজুর রহমান, সাং-আলাইপুর মহাজনপাড়া, থানা-বাঘা,  জেলা-রাজশাহীর হেফাজত হইতে বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া গ্রামস্থ পলাতক আসামী  মোঃ আমিরুল ইসলাম এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের মধ্যে হইতে উদ্ধার পূর্বক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং ইং ১৪/০১/২০২০ তারিখ রাজশাহী জেলা সুযোগ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনা বাঘা থানার পুলিশ কর্তৃক ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামী ২/ মোঃ সুইট হোসেন(২৩) পিতা-মোঃ আঃ হান্নান,  সাং-নারায়নপুর, ৩/মোঃ শিমুল হোসেন (২৬) পিতা-মোঃ আবুল কালাম,  সাং-চক নারায়নপুর, ৪/ মোঃ আলমগীর কবির (২২) পিতা-মোঃ সিদ্দিক মন্ডল,  সাং-নারায়নপুর এবং পলসতক আসামী ৫/ মোঃ সোহান ইসলাম (২০) পিতা-মোঃ সিদ্দিক মন্ডল,  ৬/ মোঃ সারোয়ার হোসেন(১৯) পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, ৭/ মোঃ আশিক খান(২২) পিতা মৃত সোহরাব, সর্ব সাং-নারায়নপুর, ৮/ মোঃ রনি খান(৩০) পিতা-মোঃ আমজাদ হোসেন,  সাং-চক নারায়নপুর,  সর্ব থানা-বাঘা,  জেলা-রাজশাহীগনদের হেফাজত হইতে বাঘা থানাধীন চক নারায়নপুর বাজারস্থ জনৈক শ্রী সুজিত কুমার @ বাকু পান্ডে (৫৬) পিতা-মৃত শিশির কুমার পান্ডে, সাং-নারায়নপুর,  থানা-বাঘা, জেলা-রাজশাহীর নব নির্মিত  (নির্মাণাধীন)  মার্কেটের দক্ষিণ পাশ হইতে উদ্ধার পূর্বক মামলা রুজু করা হয় এবং প্রয়োজনীয় পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীগনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ