মোহনপুরে নারী ও শিশু মামলায় ০১ জন, মাদকদ্রব্য গাঁজা সেবন মামলায় ০১ জন এবং ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।
১৪ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে মোহনপুর থানার মামলা নং- ১৩, তারিখ-১২/০১/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২১ এর এজাহারভুক্ত আসামী ১. মোঃ নজরুল ইসলাম (৩০) পিতা- মোঃ আবেদ আলী সাং- ওষায়ের হাটরা থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে হাটরা মোড়স্থ জনৈক মোঃ দুলাল পিতা- মৃত আয়নাল উদ্দিন এর ওয়েলডিং দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গাঁজা সেবন করা অবস্থায় এবং মোহনপুর থানার মামলা নং- ১৪, তারিখ-১৩/০১/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩)এর ১১(ক)/৩০ এর এজাহারভুক্ত আসামী ১. মোঃ মাহাবুব আলম সোহেল (৩৫) পিতা- মৃত শামসুল আলম সাং- গোছা খন্দকারপাড়া থানা- মোহনপুর, জেলা- রাজশাহীর বিরুদ্ধে মামলা রুজু করে ও মোহনপুর থানার মামলা নং- ১৫, তারিখ-২১/০২/১৯ খ্রিঃ ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৪৫৭/৩৮০/৪১১, জিআর- ৪৩/১৯ (মোহনপুর) এর গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ আঃ হান্নান (২৪) পিতা- আহম্মাদ আলী সাং- ধুরইল হাটপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহী এবং মোহনপুর থানার মামলা নং- ১৫, তারিখ-২১/০২/১৯ খ্রিঃ ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৪৫৭/৩৮০/৪১১, জিআর- ৪৩/১৯ (মোহনপুর) এর গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ মুরাদ হোসেন (২৮) পিতা- মৃত সোহরাব সাং- ধুরইল পূর্বপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।