বাগমারা থানায় ইং ১২/০১/২০২০ তারিখে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা মুলে ০১(এক) জন আসামী গ্রেফতার এবং মোট ০২(দুই) জন আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।
১৩ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাগমারা থানাধীন ১৪নং হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রাম সাকিনস্থ জনৈক মোঃ গোলাম হোসেন এর বসত বাড়ীর গোয়াল ঘরের মধ্যে আসামী ১। মোঃ গোলাম হোসেন(৩৬), পিতা- মোঃ মমতাজ উদ্দিন, সাং- খামারগ্রাম, থানা- বাগমারা, জেলা- রাজশাহীর নিকট হইতে ১২(বার) পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ০১.১০ (এক দশমিক দশ) গ্রাম উদ্ধার করিয়া ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করেন। বর্ণিত ঘটনায় বাগমারা থানার মামলা নং ১৫, তাং ১২/০১/২০২০ ইং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) রুজু হয়। বাগমারা থানায় কর্মরত এএসআই মোঃ মোসলেম উদ্দিন গ্রেফতারী পরোয়ানা মুলে পিটিশন মামলা নং ৬২/১৯, ধারা নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) এর আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা- ইয়ার মোহাম্মদ, সাং- লাউবাড়ীয়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বর্ণিত মামলা দুইটির সর্বমোট ০৪(চার) জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত বর্ণিত ০২(দুই) জন আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।