বাঘা থানায় ০৫ (পাঁচ) জন গ্রেফতার
১০ জানুয়ারী, ২০২০
ইং ০৯/০১/২০২০ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনায় মাদকদ্রব্য ১২০ পিস এ্যামফিটামিন ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ জামাল উদ্দিন (৫০) পিতা-মৃত নফির উদ্দিন, সাং- চক ছাতারী, আসামী ২। মোঃ আরিফুল ইসলাম (৩৫) পিতা-মৃত বুলু কেরানী, সাং-চক নারায়নপুর, আসামী ৩। মোঃ জলিল প্রামানিক (৪২) পিতা-মৃত হবিবর প্রামানিক, সাং-ছাতারী, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহীগন বাঘা থানা পুলিশ কর্তৃক বাঘা থানাধীন ছাতরী গ্রামস্থ জনৈক মোঃ মির্জা গালিব (৩০) পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-দক্ষিন মিলিক বাঘা, থানা-বাঘা, জেলা-রাজশাহীর মিনা বাজার নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার সহ পলাতক আসামী ৪। মোঃ শহিদুল ইসলাম (৪৫) পিতা-মোঃ নুরুজ্জামন, সাং-পাকুড়িয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সেবন করার অপরাধে আসামী ৫। মোঃ রফিকুল ইসলাম (২৮) পিতা-মৃত হায়দার প্রামানিক, আসামী ৬। মোঃ জনি প্রামানিক (৩২) পিতা- মোঃ কামরুল ইসলাম, উভয় সাং-মানিকনগর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাগণকে বাঘা থানাধীন আলাইপুর উত্তরপাড়া গ্রামস্থ রামশাপুর মোড়ে জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে বাঘা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার পূর্বক মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।