বাগমারা থানা হইতে ইং ০৭/০১/২০২০ তারিখে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ০২(দুই) জন সহ মোট ০৪(চার) জন আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।
১০ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাগমারা থানাধীন ০১নং গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া হতে বানইল গামী পাকা রাস্তার মাড়িয়া ব্রীজের উপর ১নং আসামী মোঃ জয়নাল আবেদীন(২৯), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- বাড়ীগ্রাম, থানা- বাগমারা, জেলা- রাজশাহীর নিকট হইতে ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২। মোঃ হাবিবুর বাশার(২৭), পিতা- জাবেদ আলী, সাং- বাড়ীগ্রাম, থানা- বাগমারা, জেলা- রাজশাহীর নিকট হইতে ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০৩(তিন) গ্রাম উদ্ধার করিয়া ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করেন। বর্ণিত ঘটনায় বাগমারা থানার মামলা নং ১৩, তাং ০৭/০১/২০২০ ইং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) রুজু হয়। ইহাছাড়াও ইং ০৭/০১/২০২০ তারিখে বাগমারা থানার মামলা নং ১২, তাং ০৭/০১/২০২০ইং, ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২২(২)/২৩(২)/৩৫(২) মামলা রুজু হয় এবং এজাহার নামীয় ১নং আসামী মোঃ ইয়াসিন আলী (৩৫), পিতা- মোঃ মোসলেম উদ্দিন স্থায়ী : গ্রাম- জয়পুর , উপজেলা/থানা- বাগমারা, রাজশাহী এবং ২নং আসামী মোঃ মোজাফ্ফর হোসেন ওরফে রনি (২৭), পিতা- মোঃ বাদশা মিয়া স্থায়ী : গ্রাম- দন্ডপাল, উপজেলা/থানা- দ্বেবীগঞ্জ, পঞ্চগড়। বর্ণিত মামলা দুইটির সর্বমোট ০৪(চার) জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।