বাগমারা থানা হইতে ইং 0৭/০১/২০২০ তারিখে ০৬(ছয়) জন আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।

০৮ জানুয়ারী, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানার মামলা নং ১১, তাং ০৬/০১/২০২০ ইং, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় বর্ণিত মামলার এজাহার নামীয় আসামী জুয়েল রানা(১৯), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- মোহনপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই মোঃ হেলালুর রহমান গ্রেফতারী পরোয়ানা উল্রেখিত মামলা নং ৪৬৭সি/১৯(বাগমারা), যৌতুক নিরোধ আইনের ধারা এর আসামী মোঃ সুরুজ আলী(২৮৫), পিতা- মৃত ইব্রাহিম, সাং- সারন্দী, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই মোঃ হাসান্ আলী এবং এএসআই মোঃ মোসলেম উদ্দিন মামলা নং সিআর ৭৫৪/১৯ এর আসামী মোঃ বাচ্চু রহমান(২১), পিতা- আঃ রাজ্জাক, সাং- উত্তর সাজুরিয়া, থানা- বাগকমারা, জেলা-রাজশাহীকৈ তাহার নিজ বসত বাড়ী হইত গ্রেফতার করেন।বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং ১৫৬, তাং ০৬/০১/২০২০ ইং মূলে বাগমারা থানাধীন গোবিন্দপাড়া জিল্লুর মোড় নামক স্থানে প্রতিপক্ষ দুইটি দল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া মারমুখি অবস্থান করে। উক্ত স্থান হইতে ফৌঃ কাঃ বিঃ এর ১৫১ ধারা মোতাবেক আসামী ১। মোঃ শরিফুল ইসলাম(২৮), পিতা- মোঃ সেফাত উল্লাহ, ২। মোঃ আঃ কুদ্দুস(৪৫), পিতা- মোঃ লুৎফর রহমান, ৩। মোঃ উজ্জল হোসেন(৩৮), পিতা- আবুল কাশেম, সর্ব সাং- গোবিন্দপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীগণকে গ্রেফতার করেন। ইং ০৭/০১/২০২০ তারিকৈ বাগমারা থানা হইতে গ্রেফতারকৃত সর্বমোট ০৬(ছয়) জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ