বাগমারা থানা হইতে ইং ০৬/০১/২০২০ তারিখে ০৪(চার) জন আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।
০৬ জানুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই (নি:) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৫/০১/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকায় বাগমারা থানাধীন তালঘরিয়া বাজারস্থ জনৈক মুকুল স্টোর মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর ২০(বিশ)গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ মুকুল আলী সরদার(৩৮), পিতা- মৃত লোকমান আলী সরদার, সাং- তালঘরিয়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ১০, তারিখ ০৫/০১/২০২০ ইং, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১৯(ক) রুজু হয় । বাগমারা থানায় কর্মরত এএসআই মোঃ আরিফুল ইসলাম এবং এএসআই মোঃ সাইদুর রহমান মামলা নং জিআর ২০৬/১১(তানোর), ধারা ৩৭৯ দঃবিঃ এর ০১(এক) বছরের সশ্রম কারাদন্ড সহ ২০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ জেহের আলী, পিতা- মোঃ ফছির মন্ডল, সাং- মোহনপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। এএসআই মোঃ আঃ খালেক এবং পিএসআই মোঃ মাসুদ মামলা নং সিআর ৯৬/১৯(বাগমারা) এর আসামী মোঃ বিনদ আলী, পিতা- মৃত তছির, সাং- কোয়ালীপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বর্ণিত ০৩(তিন) জন আসামী সহ ভ্রাম্যমান ০১(এক) বছর বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাসুদ রানা(৩০), পিতা- মোঃ তাহের উদ্দিন, সাং- হায়াতপুর, ডাক-আলিয়াবাদ, থানা- বাগমারা, জেলা- রাজশাহী সহ ইং ০৬/০১/২০২০ তারিকৈ বাগমারা থানা হইতে সর্বমোট ০৪(চার) জন আসামী বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।