বাগমারা থানা এলাকায় ইং ০৩/০১/২০২০ তারিখে নিয়মিত মামলায় ০৪(চার) জন আসামী গ্রেফতার এবং সাজা প্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার।

০৩ জানুয়ারী, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এএস আই (নি:) তরুণ কৃষ্ণ রায় সঙ্গীয় অফিসার এসআই সৌরভ কুমার চন্দ সহ ইং ০৩/০১/২০২০ তারিখে মোকদ্দমা নং ৮২৪/১৬(দায়রা), ধারা ১৮৮১ সালের এনআইএ্যাক্ট ১৩৮ এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমিনুল ইসলাম, পিতা- মৃত আবেদ আলী মন্ডল, সাং- কনোপাড়া, পোস্ট- কনোপাড়া, থানা- বাগমারা, জেলা-রাজশাহীকে তাহার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয় এবং বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাগমারা থানার মামলা নং ০২, তাং ০২/০১/২০২০ ইং, ধারা ১৪৩/১৮৬/৩৫৩/৩৩৩/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বর্ণিত মামলার এজাহার নামীয় আসামী মেঃ রফিকুল ইসলাম(৩৬), পিতা- নুর মিয়া ২। মোছাঃ শিরিনা(৩৫), পিতা- মৃত কফের, ৩। মোছাঃ লিলি বিবি(৩২), স্বামী- আঃ সালাম, ৪। মোছাঃ নুর জাহান(৩৪), স্বামী- রফিকুল, সর্ব সাং-পূর্ব দৌলতপুর, থানা- বাগমারা, জেলা-রাজশাহীগণদের তাদের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেণ এবং বিধি মোতাবেক আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ