রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩১ জন গ্রেফতার
৩০ ডিসেম্বর, ২০১৯
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (৩০-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৬ জনকে আটক করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মনিরুল ইসলাম মিন্টু(৩১) কে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ হাসান মন্ডল(৩১) ও ২নং মোঃ ওমর আলী(২২) কে ২০০গ্রাম গাঁজা এবং ৩নং মোঃ রিয়াজ উদ্দিন(৪৫)কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং শ্রী জনি চন্দ্র সাহা(৩৩) কে ০৫লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং শ্রী মোংলা রায়(৪২) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।