বাগমারা থানা এলাকায় ইং ২৩/১২/১৯ তারিখে গাঁজা সহ ০২(দুই) জন আসামী ও সহযোগী ০১(এক) জন আসামী গ্রেফতার।

২৪ ডিসেম্বর, ২০১৯

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এস আই (নি:) মোঃ শামছুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ২৩/১২/১৯ তারিখ ২১.২০ ঘটিকায় বাগমারা থানাধীন মোহনগঞ্জ বাজারস্থ জনৈক মোছাঃ ডলি, স্বামী- মোঃ মমতাজ এর বাড়ীর পশ্চিম পার্শ্বে গলির মধ্যে ১০(দশ) গাঁজা সহ আসামী ১। মোঃ রনি সরদার(২৬), পিতা- মোঃ আতাউর সরদার, সাং- মোহনগঞ্জ, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে এবং ১০(দশ) গ্রাম গাঁজা সহ আসামী ২। মোঃ সাজু সরদার(৩৫), পিতা- মোঃ এজারুল সরদার, সাং মোহনগঞ্জ, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে এবং ১নং ও ২নং আসামীদ্বয়কে গাঁজা বিক্রয়ে সহায়তাকারী আসামী ৩। মোঃ আনারুল ইসলাম(২৮), পিতা- মোঃ আজাদ মৃধা, সাং- মোহনগঞ্জ, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। ধৃত ১নং এবং ২নং আসামীদ্বয় নিজ হেফাজতে গাঁজা রাখায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১৯(ক) আইনের মামলা রুজু হয় এবং ৩নং আসামী উক্ত আসামীদ্বয়কে গাঁজা বিক্রয়ে সহায়তা করায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ৪১ ধারায় মামলা রুজু হয়। যাহা  বাগমারা থানার মামলা নং ২৭, তারিখ ২৩/১২/১৯ ইং, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ । আসামীগণকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ