রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৬ জন গ্রেফতার
২৩ ডিসেম্বর, ২০১৯
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (২৩-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০৫জন, পুঠিয়া থানা ০৮ জন, বাগমারা থানা ০৫ জন, দূর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্যসহ এবং ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ মালেক(২১) কে ১১ গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং জসিম মন্ডল (৩৬) কে ৫২ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রতন আলী ফকির(২৬), ২নং মোঃ ইমরান(২৫), ৩নং মোছাঃ রজিনা বেগম(৩৫) গণকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ ফারুক আহম্মেদ(৪২), ২নং মোঃ আঃ করিম(৪৫), ৩নং মোঃ কামাল হোসেন(৩৫), ৪নং মোঃ ভুট্টু আলী(৩৪) ৫নং শ্রী উজ্জল চন্দ্র সরকার(৪৫) গণকে ২ গ্রাম হেরোইন, ০২লিটার চোলাইমদ ও ১৮ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।