রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার
২২ ডিসেম্বর, ২০১৯
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (২২-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ০৭ জন, পুঠিয়া থানা ০৮ জন, বাগমারা থানা ০২ জন, দূর্গাপুর থানা ০৮ জন, চারঘাট মডেল থানা ০৪ জন, বাঘা থানা ০৭ জনকে আটক করে। যার মধ্যে ৩৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ নওশাদ আলী(৭২) ও ২নং মোঃ ফারুক হোসেন(৩০) দ্বয়কে ১৩৫ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং জহন টুডু @ মন্ত (৩৫) কে ২৫ লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট থানা পুলিশ ১নং মোঃ সুন আলী(২৮) কে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। বাঘা থানা পুলিশ ১নং মোঃ স্বপন আলী(৪০), ২নং মোঃ সুমন আলী(৩০), ৩নং মোঃ শামীম রেজা(২২), ৪নং মোঃ সবুজ প্রামাণিক(২২), ৫নং মোঃ আফজাল হোসেন @ বাহাদুর(২৮) গণকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।