বাঘা থানায় বিভিন্ন মাদক সহ ০৭ (সাত) জন গ্রেফতার

২২ ডিসেম্বর, ২০১৯

ইং ২০/১২/২০১৯ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিকনির্দেশনায় ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাক গাড়ী সহ আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম @  বাদশা (ড্রাইভার) (৩৮) পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-পারসাওতা বিনোদপুর, ২। মোঃ জাহিদুল রহমান (৩৩) পিতা-মোঃ আব্বাস আলী, সাং-রুপপুর (বিনোদপুর), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে বাঘা থানার পুলিশ কর্তৃক বাঘা থানাধীন বড় ছয়ঘটি গ্রামস্থ চন্ডিপুর পুলিশ চেক পোষ্টের সামনে বাঘা টু লালপুর গামী পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার পূর্বক মামলা রুজু এবং ইং ২১/১২/২০১৯ তারিখ একটি সিএনজি ও ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাদক ফেন্সিডিল সহ আসামী ৩। মোঃ স্বপন আলী (৪০) পিতা-মৃত আঃ মালেক, সাং-হরিরামপুর, ৪। মোঃ সুমন আলী (৩০) পিতা-মোঃ রিয়াজুল ইসলাম, ৫। মোঃ শামীম রেজা (২২) পিতা-মোঃ নজরুল ইসলাম, ৬। মোঃ সবুজ প্রামানিক (২২) পিতা-মোঃ কাশেম প্রামানিক, সর্ব সাং-মহদীপুর, সর্ব থানা-বাঘা, ৭। মোঃ আফজার হোসেন @  বাহাদুর (২৮) পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-রাওথা দাড়পাড়া, থানা-চারঘাট, সর্ব জেলা-রাজশাহীগনকে বাঘা থানাধীন জোতনশী গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল সাত্তার (৫০) পিতা-মৃত এরফান আলী, সাং-জোতনশী, থানা-বাঘা, জেলা-রাজশাহীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বাঘা থানার পুলিশ কর্তৃক গ্রেফতার পূর্বক পৃথক পৃথক মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ