Posted Date
: 18 Dec 2019
Posted By
: Thana
বাঘা থানায় ০২ (দুই) জন গ্রেফতার
১৮ ডিসেম্বর, ২০১৯
ইং ১৬/১২/১৯ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনায় আসামী ১। মোঃ রিপন প্রামানিক (২৩) পিতা-মোঃ কালু মন্ডল, সাং-আলাইপুর নাপিতপাড়া, ২। মোঃ আরিফুল ইসলাম (২০) পিতা-মোঃ আকবর আলী শেখ, সাং-আলাইপুর (মিসাহেবপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে বাঘা থানার পুলিশ কর্তৃক বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামস্থ মোঃ রিপন প্রামানিক (২৩) এর বসত বাড়ীর উত্তর দুয়ারী ঘরের মধ্যে হইতে ১০ (দশ) বোতল ভারতের তৈরী কোডিন যুক্ত মাদক ফেন্সিডিল সহ গ্রফতার পূর্বক মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ সংবাদ