রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৩ জন গ্রেফতার
১৭ ডিসেম্বর, ২০১৯
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নিদের্শনায় গত ২৪ ঘন্টায় (১৭-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০৪ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। বাঘা থানা পুলিশ ১নং মোঃ রিপন প্রামাণিক(২৩) এবং ২নং মোঃ আরিফুল ইসলাম(২০) কে ১০বোতল ফেন্সিডিসহ আটক করে। এছাড়াও জেলা গোয়েন্দা শাখা রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে ১নং মোঃ আছব(৩৫), ২নং মোঃ ইউসুফ(৩৫) ও ৩নং মোঃ আরিফুল ইসলাম @ আরিফ(২৫) এবং ৪নং মোঃ আবুল কালাম(৪০) কে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।