রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৮ জন গ্রেফতার
১১ ডিসেম্বর, ২০১৯
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১১-১২-২০১৯) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৯ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ১০ জন, বাগমারা থানা ০২ জন, দূর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৬ জন, বাঘা থানা ০৪ জনকে আটক করে। যার মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শফিকুর রহমান স্বপন(৩৪) এবং ২নং মোঃ গোলাম মোস্তফা(৩৫) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ হাসাদুল ইসলাম(৩৮) কে মাদক সেবন, ২নং মোঃ লিটন আলী(৩১) কে ৩০পিচ ইয়াবা এবং ৩নং মোঃ হাফিজুর রহমান @ হাফিজ(৪০) ও ৪নং মোঃ সাদ্দাম(৩২) কে ২৪বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ সোহেল @ সুমন(৩০) এবং ২নং মোঃ মোফাজ্জল হোসেন(৪৮) কে ০৭বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।