নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
৩০ অক্টোবর, ২০১৯
"পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি"-প্রতিপাদ্যে নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত “কমিউনিটি পুলিশিং ডে-২০১৯” উপলক্ষে গুরুদাসপুর থানায় নৌকা বাইচ প্রতিযোগিতার ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় গুরুদাসপুর থানার বিভিন্ন পেশার মানুষ নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর সংসদ সদস্য জনাব আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আলাল শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাব, গুরুদাসপুর থানা, আহবায়ক থানা সমন্বয় কমিটি, কমিউনিটি পুলিশিংসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাহারুল ইসলাম এর সভাপতিতে সাধারণ লোকজন নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহন করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।