যৌনপীড়নের অপরাধে আসামী গ্রেফতার

০৯ জুন, ২০২৩

মাননীয় পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার মামলা নং-০২ তাং-০৩-০৬-২০২৩ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সং/০৩) আইনের ১০ এর এজাহার নামীয় আসামী মোঃ আবুল হোসেন সরকার (৫৪), পিতা-মৃত কালু সরকার ,গ্রাম- ঠাকুর লক্ষীকোল (দক্ষিনপাড়া) , থানা- নলডাঙ্গা, জেলা -নাটোর’ কে নলডাঙ্গা থানাধীন ঠাকুর লক্ষীকোল দক্ষিনপাড়া গ্রামস্থ তার নিজ বসতবাড়ীতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 







সর্বশেষ সংবাদ