জনগণের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ

০১ মে, ২০২২

অদ্য রাত্রী অনুমান ০২.৩০ ঘটিকার সময় নাটোর রেলওয়ে স্টেশনে একটি চোর ঢাকা হইতে আগত এক যাত্রীর ব্যাগ চুরি করে পালানের সময় ডিউটিরত নাটোর থানা পুলিশের একটি দল উক্ত চোরকে ধাওয়া করলে চোর ব্যাগটি ফেলে পালিয়ে যায়। নাটোর থানা ‍পুলিশ উক্ত ব্যাগটি উদ্ধার করে উক্ত যাত্রীর নিকটে বুঝিয়ে দেয়।







সর্বশেষ সংবাদ