লালপুর থানা পুলিশ কর্তৃক ১১ জন আসামী গ্রেফতার
০৩ অগাস্ট, ২০২১
অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই নিরস্ত্র (হিমাদ্রী হালদার), বিপি-৯১২০২২৬৩৯৯ সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী মোঃ শিশির (২২), পিতা- মোঃ আব্দুল হালিম , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ ডাবলু (২৯), পিতা- মোঃ আফসার আলী , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ হালিম (৩৮), পিতা- মোঃ কেতু , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় (১৮), পিতা- মোঃ লৎফর প্রাং , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল (২৮), পিতা- মোঃ রজব আলী , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ হেলাল প্রাং (৩০), পিতা- মোঃ জালাল , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৩১), পিতা- মোঃ আবু সাঈদ , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ জব্বার (৩২), পিতা- মোঃ মোংলা , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ সাবের (১৮), পিতা- মোঃ সাইদুল , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ আফছার (৬০), পিতা- মৃত মাদার প্রাং , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ; গ্রেফতারকৃত আসামী মোঃ রুমন (২৭), পিতা- মোঃ আব্দুল হালিম , স্থায়ী : গ্রাম- ডাঙ্গাপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গত ইং ২৪/০৭/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকার সময় ১. মোঃ জিয়াউর রহমান (৪৫), পিতা- মোঃ শাহাদত হোসেন স্থায়ী : গ্রাম- নওদাপারা (পূর্বপাড়া) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ এর ভাই ভিকটিম মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা-মোঃ শাহাদত হোসেন, (ইউ পি সদস্য, ওয়ার্ড নং-০১, দুয়ারিয়া ইউ,পি), সাং-নওদাপাড়া (পূর্বপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোর এলাকার গণ্যমান্য লোকজন সহ হাপানিয়া মোড়স্থ দুয়ারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে বসিয়া মাননয়ি প্রধানমন্ত্রীর ঈদ ও করোনাকালীসন প্রণোদনা এবং ভ্যাকসিন এর বিষয়ে আলোচনা কালে রাজনৈতিক বিরোধের জের ধরিয়া উক্ত আসামীগণ সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগণ হাতে বিভিন্ন ধারালো ও ভোতা অস্ত্র লইয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া উক্ত অফিসে অনধিকার প্রবেশ করিয়া এজাহার নামীয় ১নং আসামী আশরাফুলের হুকুমে আসামীগণ অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর এবং আসামীগণ হত্যার উদ্দেশ্যে ভিকটিম সাইফুল, জিল্লুর রহমান ও আবুল বাশার আকন্দ দেরকে ধারালো ও ভোতা অস্ত্র দ্বারা আঘাত করিয়া গুরুতর ও সাধারণ জখম করায় অপরাধে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে আরো জানা যায় যে, সাক্ষীগণ সহ আশে পাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া গেলে আসামীগণ নানাভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়া চলিয়া যায়। ভিকটিমদেরকে উদ্ধার করিয়া লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে উক্ত আসামীগণ মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমান পাওয়া যাইতেছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীদেরকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামীগণ জামিনে মুক্তি পাইলে পলাতক হইয়া মামলার তদন্তে ব্যঘাত ঘটাইবে। বিধায় আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।