লালপুর থানা পুলিশ কর্তৃক ০৩ (এক) জন জুয়ারী গ্রেফতার
২৫ ফেব্রুয়ারী, ২০২১
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার আব্দুলপুরল পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং- ৪৯৭, তারিখ-২৪/০২/২০২১ ইং মূলে করিমপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, লালপুর থানাধীন বাঁশবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ আনোয়ারুল হোসেন, পিতা- মোঃ তিতুমীর হোসেন(তিতু) এর আখঁ ক্ষেতের মধ্যে কতিপয় লোকজন অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলিতেছে। বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং- ২৪/০২/২০২১ তারিখ ২০.৩৫ ঘটিকার সময় উক্ত স্থানে উপস্থিত হইয়া আসামীদের দিকে আগাইয়া যাইতেই আসামীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উল্লিখিত ১,২,৩নং আসামীগণকে ধৃত করেন এবং ৪নং আসামী সু-কৌশলে পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আসামীদের খেলারত অবস্থায় ঘটনাস্থল হইতে ০১ সেট DON PLAYING CARDS=৫২টি, ২। জুয়া খেলার নগদ ৯,৪০/- টাকা, ৩। ০১টি প্লাস্টিকের সাদা বস্তা, ৪। ০৪টি মোমবাতী, ৫। এক জোড়া কালো রংয়ের পায়ের স্যান্ডেল উদ্ধার করিয়া ইং ২৪/০২/২০২১ তারিখ ২০.৫৫ ঘটিকার সময় সঙ্গে থাকা টর্চ লাইটের পর্যাপ্ত আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং নিজেও স্বাক্ষর করেন। ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে আসামীগণ তাদের উপরোক্ত ও ৪নং পলাতক আসামীর নাম-ঠিকানা ৪. (CKPJ7) মোঃ শাহাদত হোসেন সাদু (৩৫), পিতা- মৃত একরামুল হক স্থায়ী : গ্রাম- বাঁশবাড়িয়া (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ বলিয়া প্রকাশ করে। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।