
Posted Date
: 05 Jan 2021
Posted By
: Thana
লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৫ জানুয়ারী, ২০২১
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আলি আযম সংগীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, কং/৭৫১ শ্রী উত্তম কর্মকার সহ অভিযান ডিউটি করাকালে ইং ০৫/০১/২০২১ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ গোপালপুর রেল গেইট হইতে অনু: ১০০ হাত পশ্চিমে জনৈক মোঃ মনিরুল ইসলাম (৩০), পিতা- মৃত জাহির হোসেন, সাং- কেশবপুর, থানা- লালপুর, জেলা- নাটোর এর চা দোকানের পশ্চিম পার্শ্বে কতিপয় ব্যক্তি হইতে আসামী ১. (CCFJR) মোঃ এজাজুল ইসলাম (৪৮), পিতা- মৃত সিয়ার প্রাং স্থায়ী : গ্রাম- নারায়নপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ১.৫০ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান- ৩,০০০/- টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন।
সর্বশেষ সংবাদ