
Posted Date
: 26 Dec 2020
Posted By
: Thana
লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৬ ডিসেম্বর, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোকাব্বের হোসেন সংগীয় এএসআই মোঃ মঞ্জুরুল ইসলাম সহ ইং ২৫/১২/২০২০ তারিখ ইং ১৮.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোসাইপুর কলোনীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আসাদুল ইসলাম, পিতা- মোঃ নান্টু হোসেন এর দোকানের পিছন হইতে ৪ লিটার চোলাইমদ, মূল্য অনুমান-৪,০০০/- টাকা সহ আসামী ১. (C8KMH) মোঃ নাহিদ হোসেন (২০), পিতা- মোঃ সুলতান আলী স্থায়ী : গ্রাম- গোসাইনপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ