লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৫ ডিসেম্বর, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই  (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সংগীয় এএসআই মোঃ শাহ আলম, এএসআই মোঃ মাসুদ রানা ইং ১২/১২/২০২০ তারিখ ২১.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন দুড়দুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ বজলুর রহমান (৩২), পিতা- মৃত তফের প্রামানিক, সাং-বেংগাড়ী চাঁদপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী এর আম বাগানের মধ্যে হতে আসামী ১. (C38DG) মোঃ আহম্মদ আলী ওরফে টেক্কা (৫০), পিতা- মৃত দেসের উদ্দিন প্রামানিক স্থায়ী : গ্রাম- ওমরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ৭০ (সত্তর) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-৭,০০০/- টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় যাহা লালপুর থানার মামলা নং-১১, তারিখ-১২/১২/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ১৯(ক)।







সর্বশেষ সংবাদ