নাটোর জেলার নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে রাজশাহী সাবেহ বাজার মাস্টার পাড়া বিশাল ছাত্রা বাস হইতে খুনসহ ছিতাই মামলার আসামী গ্রেফতার ও টাকা উদ্ধার।
২৯ নভেম্বর, ২০২০
গত ইং-২১/১১/২০২০ তারিখ রাত্রি অনুমান ১৯.৩০ ঘটিকার সময় ভিকটিম অরুন কুমার (৬৪) নলডাঙ্গা বাজার হইতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজ সমাপ্ত করে নগদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার ব্যাগসহ অজ্ঞাতনামা ভ্যানযোগে বাড়ি ফেরার পথে জনৈক মোঃ আশরাফ, পিতা- মৃত মেহের আলী, সাং-পূর্ব সোনাপাতিল, থানা-নলডাঙ্গা, জেলা- নাটোর এর বাড়ির উত্তর-পূর্ব কোনে ১০ গজ সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্রই ভিকটিমকে পিছন থেকে জিআই পাইপ দ্বারা মাথার পিছনের ডান পার্শ্বে আঘাত করিলে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়িয়া যায়। ঐ সময় ভিকটিমের হাতে থাকা টাকার ব্যাগ ছিনাইয়া লইয়া যায়। নাটোর জেলাধীন নলডাঙ্গ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী মোঃ আলামিন ওরফে আমিন (২০), পিতা- মোঃ শাখের প্রাং, মাতা- মোছাঃ ছাবেদা বেগম, সাং- পূর্ব সোনাপাতিল মধ্যপাড়া থানা- নলডাঙ্গা, জেলা- নাটোরকে রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারস্থ মাস্টার পাড়া, বিশাল ছাত্রাবাসের ২য় তলার আসামী আলামিনের ২০৮ নং ভাড়া কক্ষ হইতে গ্রেফতার করে এবং তার রুম হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে নগদ ১,৯৩,৫০০/- (একলক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকাসহ পরবর্তীতে উক্ত আসামীর তথ্য মতে টাকার ব্যাগ, চোশমা সহ আনুসাঙ্গিক জিনিস পত্র উদ্ধার করেন।