Posted Date
: 03 Oct 2020
Posted By
: District
সিংড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে নাটোরের পুলিশ সুপার
০৩ অক্টোবর, ২০২০
সম্প্রতি নাটোর জেলার সিংড়া থানা এলাকায় বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উক্ত বন্যায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া থানার নিংগইন এলাকায় একটি কালভাট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকা এবং ঝুঁকিপূর্ণ কালভাটটি অদ্য ০১-১০-২০২০ খ্রি. পরিদর্শন করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর। পুলিশ সুপার, বগুড়া, হাইওয়ে পুলিশ, বগুড়া এবং সড়ক ও জনপথ, নাটোরের সমন্বয়ে উক্ত ক্ষতিগ্রস্থ কালভাটের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারে তার জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সুপার, নাটোর । এজন্য নাটোর-বগুড়ার মহাসড়কের পরিবর্তে হরিশপুর-বনপাড়া মহাসড়ক এবং বগুড়া-নাটোর মহাসড়কের পরিবর্তে শাকপালা-শেরপুর মহাসড়ক ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সর্বশেষ সংবাদ