লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ সেপ্টেম্বর, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক, এএসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম, এএসআই (নিরস্ত্র) মোঃ সেরাফত আলী লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ১০/০৯/২০২০ তারিখ রাত্রী ২৩.০৫ ঘটিকার সময় লালপুর থানাধীন দক্ষিন লালপুর (কলোনী পাড়া) গ্রামস্থ ধৃত ১নং আসামীর দক্ষিন দুয়ারী ছাপড়া টিনসেট বসত বাড়ী গেটের দক্ষিন পার্শ্বে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১. (8RK7J) মোঃ ফিরোজ আলী (৩৮), পিতা- মৃত নাদের ব্যাপারী স্থায়ী : গ্রাম- দক্ষিন লালপুর (কলোনী পাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ০২ (দুই) গ্রাম, মূল্য অনুমান-৪,০০০/- টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ