Posted Date
: 31 Aug 2020
Posted By
: District
মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক নাটোর পুলিশের জন্য বিপুল পরিমাণ ভিটামিন "সি" এবং জিংক ট্যাবলেট প্রদান
৩১ অগাস্ট, ২০২০
মাননীয় আইজিপি মহোদয় ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যার জেলা পুলিশ, নাটোরের সকল অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের জন্য ২৪০০০ ভিটামিন "সি" ট্যাবলেট এবং ১২০০০ জিংক ট্যাবলেট প্রেরণ করেছেন । উক্ত ভিটামিন "সি" এবং জিংক ট্যাবলেট অদ্য ৩০-০৮-২০২০ খ্রি. নাটোর জেলার সকল অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের মাঝে বিতরণ করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।
সর্বশেষ সংবাদ