লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

৩০ অগাস্ট, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক, এএসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি তামিল করাকালে লালপুর থানাধীন আড়বাব গ্রামস্থ চিকাদহ কৃষি খামার সংলগ্ন সালামপুর বাজার হইতে আড়বাব বাজার গামী পাঁকা রাস্তার পাশে বট গাছের আড়াল হইতে ইং ২৯/০৮/২০২০ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় আসামী ১. (8Q1J9) মোঃ রাকিব আলী (৩২), পিতা- মৃত ইয়াদ আলী স্থায়ী : গ্রাম- আড়বাব (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি মিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ