
Posted Date
: 06 Aug 2020
Posted By
: Thana
লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার
০৬ অগাস্ট, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানা পুলিশ সহ ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কৃষ্ণ মোহন সরকার সহ সঙ্গীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান এবং গ্রেফতারী পরোয়ানা ডিউটি করা করাকালে ০৫/০৮/২০২০খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকার সময় লালপুর থানাধীন চাঁদপুর গ্রামস্থ চাঁদপুর খলিসাডাঙ্গা নদীর দক্ষিণ পাশে জনৈক মোঃ হামিদ, পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- চাঁদপুর, থানা-লালপুর এর মেহগনি বাগানের মধ্যে হইতে আসামী ১. (8WL5G) মোঃ রুহুল আমিন (২২), পিতা- মোঃ মাজেদুর রহমান ওরফে মাজন স্থায়ী : গ্রাম- ঘাটচিলান, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
সর্বশেষ সংবাদ