
লালপুর থানাধীন ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী ও ০২ (দুই) জন মাদক সেবনকারী গ্রেফতার
২৩ জুলাই, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক মোঃ গাজী আজাদ হোসেন, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কৃষ্ণ মোহন সরকার, লালপুর থানার এসআই মোহাম্মদ ফজলুল হক, এসআই এস, এম, জামাল উদ্দিন, এসআই মোঃ মেসবাউল হক, এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই হাসান তৌফিকুল ইসলাম, এসআই মোঃ রবিউল আলম সহ সঙ্গীয় ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ২২/০৭/২০২০ তারিখ ১৬.২০ ঘটিকার সময় এসআই মোহাম্মদ ফজলুল হক লালপুর থানাধীন সাইপাড়া গ্রামস্থ মোঃ মাসুদ বায়েজিদ (৩৫), পিতা- মৃত জামাল উদ্দিন এর বসত বাড়ীর পূর্ব পাশ্র্বে ঠাকুর মোড় হইতে সালামপুর গামী পাকা রাস্তার উপর হইতে ৩৫ (পত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. (8V53S) মোঃ মেহেদী (২৫), পিতা- মোঃ তৌহিদুল ইসলাম স্থায়ী : গ্রাম- জয়কৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (8V53K) মোঃ মাসুদ রানা (৩০), পিতা- মোঃ মোশারফ স্থায়ী : গ্রাম- জয়কৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (8V582) মোঃ নয়ন (২৬), পিতা- মোঃ আঃ খালেক স্থায়ী : গ্রাম- জয়কৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ গণকে হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ ১৭.১৫ ঘটিকার সময় এসআই মোঃ রবিউল আলম লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর গ্রামস্থ মমতাজ উদ্দিন ষ্টেডিয়াম গেটের ভিতর উত্তর পাশ্র্বে ফাঁকা জায়গায় হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় আসামী ১. (8V5BT) মোঃ হিমেল (২৩), পিতা- মোঃ সামাদ মন্ডল স্থায়ী : গ্রাম- শিবনগর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কৃষ্ণ মোহন সরকার ইং ২২/০৭/২০২০ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন ওয়ালিয়া বাঘপাড়া গ্রামস্থ জনৈক মোঃ কোরবান, পিতা- মৃত পন্ডিত, সাং- ওয়ালিয়া বাঘপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর এর মেহগনি বাগানের মধ্যে হইতে গাঁজা সেবনরত অবস্থায় আসামী ১. (8V5F8) মোঃ শাকিল ইসলাম (২২), পিতা- মোঃ মইদুল ইসলাম স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (বাঘপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। আব্দুলপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক লালপুর থানাধীন করিমপুর গ্রামস্থ মিল্কীপাড়া গার্লস হাই স্কুলের দক্ষিন পার্শ্বে করিমপুর টু শোভ গামী পাকা রাস্তার উপর উত্তর পার্শ্বে হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ জীবন মাহমুদ (২০), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- করিমপুর, থানা-লালপুর, জেলা- নাটোরকে হাতে নাতে গ্রেফতার করেন। যাহাতে লালপুর থানায় উক্ত আসামীগণের বিরুদ্ধে লালপুর থানায় ০৪ (চার) টি নিয়মিত মামলা রুজু করা হয়।