লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ জুলাই, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই হাসন তৌফিকুল ইসলাম, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ মুক্তার হোসেন সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধীন বিশেষ অভিযান পরিচালোনা করাকালে লালপুর থানাধীন গোপালপুর বাজারের মধ্যে গোপালপুর লেবার অফিস এর সামনে পাকা রাস্তার উপর হইতে ইং ২১/০৭/২০২০ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় আসামী ১. (8VSTF) মোঃ হাবিবুর রহমান ওরফে হব্বার (৪০), পিতা- মৃত নবির মন্ডল স্থায়ী : গ্রাম- গোপালপুর (শান্তিপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই হাসান তৌফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা রুজু করে।







সর্বশেষ সংবাদ