
Posted Date
: 21 Jul 2020
Posted By
: Thana
লালপুর থানা পুলিশ কর্তৃক খুন মামলার পলাতক আসামী গ্রেফতার
২১ জুলাই, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুর রহমান, এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোহাম্মদ ফজলুল রহমান, এসআই মোঃ আলি আযম, এসআই হাসান তৌফিকুল ইসলাম মিলে বিভিন্ন স্থানে বিষেশ অভিযান পরিচালোনা করে খুন মামলার পলাতক আসামী ১। (8UP4S) মোঃ আঃ জব্বার (২৮), পিতা- মোঃ ইমরাজ আলী , গ্রাম- মোহরকয়া (পশ্চিম পাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ২১ জুলাই, ২০২০ তাং এ লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ সংবাদ