লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯ জুলাই, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ গাজী আজাদ হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান সহ গ্রেফতারী পরোয়ানা ডিউটি করা কালে লালপুর থানাধীন করিমপুর পুরাতন রেলওয়ে কলোনী গ্রামস্থ ধৃত আসামী মোঃ আসলাম শেখ (৪৪) এর বসত বাড়ী হইতে ২৫ (পঁচিশ) পুড়িয়া শুকনা গাঁজা সহকারে আসামী ১. (8UUE1) মোঃ আসলাম শেখ (৪৪), পিতা- মৃত ইউসুফ শেখ স্থায়ী : গ্রাম- করিমপুর (পুরাতন রেলওয়ে কলোনী) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ,  ২. (8UU3H) মোঃ আকাশ হোসেন ওরফে বাদশা (৩১), পিতা- মোঃ ইয়াকুব খামারু স্থায়ী : গ্রাম- রামকৃষ্ণপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ গ্রেফতার করেন। এ সংক্রান্তে লালপুর থানায় ০২ (দুই) টি পৃথক পৃথক মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ