লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

১৮ জুলাই, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে লালপুর থানাধীন ঘাটচিলান গ্রামস্থ ঘাটচিলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. (8UGW6) মোঃ ফিরোজ মাহমুদ (২৮), পিতা- মোঃ আঃ মালেক স্থায়ী : গ্রাম- মিরপুর, উপজেলা/থানা- সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, বাংলাদেশ ২. (8UGWX) মোঃ রফিকুল ইসলাম৥ রাজু (২৯), পিতা- মোঃ শাখাওয়াত হোসেন স্থায়ী : গ্রাম- কাদাই বাদলা (খাস কাদই বাদলা) , উপজেলা/থানা- শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ