লালপুর থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) জন মাদক সেবনকারী গ্রেফতার

১১ জুলাই, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই মোঃ ইমরান হাসান, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই মোঃ শাহ আলম সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ মোঃ শাহিন শেখ (৩৪), পিতা- মোঃ নৈমুদ্দিন শেখ এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী রান্না করার টিনের ছাপড়া ঘরের মধ্যে হইতে ইং ১০/০৭/২০২০ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় আসামী  ১. (8PTQ7) মোঃ শাহিন শেখ (৩৪), পিতা- মোঃ নৈমুদ্দিন শেখ স্থায়ী : গ্রাম- জোকাদাহা (জোকাদহ) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (8PTQH) মোঃ চঞ্চল (৩৮), পিতা- মোঃ ইসমাইল প্রাং স্থায়ী : গ্রাম- চামটিয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (8PTQN) মোঃ শাকিবুল আহসান ওরফে সুজন (৪৭), পিতা- মৃত মজিদ আহসান স্থায়ী : গ্রাম- শেরশাহ রোড, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৪. (8PTR1) মোঃ সোহেল (৫১), পিতা- মৃত নুরুল ইসলাম স্থায়ী : গ্রাম- শৈলপাড়া, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ গণকে অবৈধ ভাবে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় গ্রেফতার করেন। এ সংক্রান্তে লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ