
লালপুর থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) জন মাদক সেবনকারী গ্রেফতার
১০ জুলাই, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই মোঃ আলি আযম, এসআই মোঃ আজিজুল হক, এসআই মোঃ রবিউল আলম সহ সঙ্গীয় অফিসার মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার মধুবাড়ী গ্রামস্থ উত্তরা সিনেমা হলের পিছনে জনৈক শ্রী তপন চন্দ্র দাস, পিতা- সুধির কুমার এর বসত বাড়ীর সামনে হেয়ারিং রাস্তার উপর হইতে চোলাইমদ সেবন করে মাতলামী করা অবস্থায় এসআই মোঃ আলি আযম ইং ০৯/০৭/২০২০ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় আসামী ১. (8PQ7D) মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা- মোঃ শফিকুল ইসলাম স্থায়ী : গ্রাম- বাঘইল, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ২. (8PQ7P) মোঃ কাউছার আহম্মেদ (২৪), পিতা- মোঃ আঃ কুদ্দুস স্থায়ী : গ্রাম- বাঘইল, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৩. (8PQ65) মোঃ তমাল হোসেন (২৩), পিতা- মোঃ আঃ কাদের প্রামানিক স্থায়ী : গ্রাম- বাঘইল, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৪. (8PQ6K) মোঃ আঃ রাজ্জাক (২৩), পিতা- মোঃ মোকলেছুর রহমান স্থায়ী : গ্রাম- বাঘইল, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ গণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।