লালপুর থানা পুলিশ কর্তৃক ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল সহ ২ জন আসামী গ্রেফতার

০৮ জুলাই, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ আলি আযম,  এসআই মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ  লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ০৭/০৭/২০২০ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় লালপুর থানাধীন বিলমাড়ীয়া গ্রামস্থ বিলমাড়ীয়া মোল্লা পাড়া ঘাটের জনৈক মোঃ কুদ্দুস মোল্লা (৫৫), পিতা- মৃত ইব্রা মোল্লা এর ভেড়ার খামারের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় উপর হইতে আসামী ১. (8PPSY) মোঃ মোহন প্রাং ওরফে মামুন (২৯), পিতা- মৃত মুলা প্রাং স্থায়ী : গ্রাম- ফিলিপনগর (মাঠপাড়া) , উপজেলা/থানা- দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ ২. (8PP1N) মোঃ হাবিবুল বাশার ওরফে হাবিব (২৮), পিতা- মোঃ ইবার খামারু ওরফে ইব্রাহীম খামারু স্থায়ী : গ্রাম- পলাশি ফতেহপুর, উপজেলা/থানা- বাঘা, রাজশাহী, বাংলাদেশকে  ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল , মূল্য অনুমান-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ