লালপুর থানা পুলিশ কর্তৃক ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন আসামী গ্রেফতার
২৯ জুন, ২০২০
বাদী ইং ১০/০৬/২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কেশবপুর গ্রামস্থ তার বসত বাড়িতে দেখতে পান যে তার ফেসকুব আইডি আসামী ১.মোঃ শাহাবুল ইসলাম (২৭), পিতা- মোঃ বজলুর রহমান স্থায়ী : গ্রাম- কেশবপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ হ্যাক করে অনুমনি ব্যতিত পরিচিত তথ্য ব্যবহার, ছবি সংগ্রহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার ও মানহানিকর তথ্য প্রকাশ করে। বাদী এই সংক্রান্তে লালপুর থানায় আসামীর বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করিলে। লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা মামলাটি রুজু করিয়া তদন্ত ভার এসআই মোঃ খাইরুজ্জামান এর উপর অর্পন করেন। যাহা লালপুর থানার মামলা নং-২৫, তারিখ-২৮/০৬/২০২০ইং, ধারা - ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ২৬/২৯। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ খাইরুজ্জামান থানার অফিসার ফোর্সের সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া উপরোক্ত আসামীকে গ্রেফতার করেন।