লালপুর থানা পুলিশ কর্তৃক জুয়া খেলা অবস্থা ০৬ জন আসামী গ্রেফতার

২২ জুন, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  মোঃ গাজী আজাদ হোসেন সহ লালপুর থানার  এসআই মোঃ মেসবাউল হক, এসআই মোঃ আলি আযম, এসআই এস, এম, জামাল উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও করোনা প্রতিরোধ ডিউটি করাকালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আজাদ হোসেন, বিপি নং-৬৯৮৯০৩৩৮৬৬,  লালপুর থানাধীন কাঁঠালবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ তোরাব আলী, পিতা-মৃত গুলু প্রামানিক এর বসত বাড়ীতে ঘরের মধ্যে হইতে  জুয়া খেলারত অবস্থায় আসামী ১. (8NATB) মোঃ শ্যামল (৪৫), পিতা- মোঃ আমজাদ হোসেন স্থায়ী : গ্রাম- বাঁশবাড়িয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (8NATK) মোঃ আফজাল হোসেন (৪৫), পিতা- মৃত সেকেন্দার প্রামানিক স্থায়ী : গ্রাম- কাঠাল বাড়িয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ মোঃ মেসবাউল হক, বিপি- ৮৪১৩১৫৮০৩৪, লালপুর থানাধীন রামকান্তপুর গ্রামস্থ আসামী মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা- মোঃ মোবারক মন্ডল এর টিনশেড চায়ের দোকানের ভিতর হইতে আসামী ১. (8NB2U) মোঃ হাফিজ প্রাং (৩৮), পিতা- মোঃ হোসেন আলী স্থায়ী : গ্রাম- রামকান্তপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (8NBSL) মোঃ জিয়া বিশ্বাস (৩৮), পিতা- মোঃ আলিম উদ্দিন স্থায়ী : গ্রাম- রামকান্তপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (8NBSE) মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা- মোঃ মোবারক মন্ডল স্থায়ী : গ্রাম- রামকান্তপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৪. (8NBSG) মোঃ আমিরুল ইসলাম (৩৪), পিতা- মোঃ আবুল হোসেন স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন এবং জুয়া খেলার সামগ্রী সহ জুয়া খেলার নগদ অর্থ জব্দ করেন। এই সংক্রান্তে লালপুর থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করেন।







সর্বশেষ সংবাদ