নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকা হতে প্রাইভেট কার ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রাইভেট কার উদ্ধারসহ ০৫ ডাকাত গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং
২৪ মে, ২০২০
গত ১২/০৫/২০২০ খ্রি. ০৪ জন দুর্বৃত্ত মোঃ রনি নামের একজন প্রাইভেট কার চালককে পাবনা যাবে বলে প্রাইভেট কার ভাড়া করে রাত ০৯.০০ ঘটিকায় সাভারের বাইপাইল হতে রওনা করে গত ১৩/০৫/২০২০ খ্রি. রাত ০৩.০০ টার দিকে পাবনা পৌঁছে। পাবনা বাস টার্মিনালে ভাড়ার কিছু টাকা কম আছে এমন অজুহাতে সময়ক্ষেপণ করে এবং দুর্বৃত্তদের এক জনের বড় ভাই টাকা নিয়ে আসছে মর্মে ড্রাইভার রনিকে জানায়। পরবর্তীতে কিছু সময় পর উক্ত কথিত ভাই বাস টার্মিনালে এসে সামনে এক জায়গা থেকে ভাড়া দিবে মর্মে জানায় এবং গাড়ীতে উঠে। গাড়ী কিছু সময় চলে পাবনা সদর থানাধীন গাছপাড়া এলে তারা চালককে গাড়ী থামাতে বলে এবং ড্রাইভার রনির উপর হামলা করে হাত, পা ও মুখ স্কচ টেপ দিয়ে বেঁধে ফেলে। ড্রাইভার রনিকে পিছনের সিটে নিয়ে এসে দুর্বৃত্তরা দাশুড়িয়া, মুলাডুলি হয়ে বড়াইগ্রাম থানাধীন রাজাপুরে ঢুকে পড়ে এবং বনপাড়া দাশুড়িয়া মহাসড়কের নির্জন একস্থানে ড্রাইভার রনিকে ফেলে গাড়ী নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নিকট থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনা সংক্রান্তে সংবাদ প্রাপ্তির পর বরাবরের মতই বড়াইগ্রাম থানা পুলিশ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে বড়াইগ্রাম থানার মামলা নং-০৭, তাং-১৪/০৫/২০২০ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজুর পর পুলিশী তৎপরতার কারণে গত ১৭ তারিখে ডাকাত জাহাঙ্গীর গাড়িসহ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের নিকট আটক হলে তাকে বড়াইগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে গত ১৯/০৫/২০২০ খ্রি ও ২০/০৫/২০২০ খ্রি বড়াইগ্রাম থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় সাভার হতে অপর ০৪ জন ডাকাত ১। মোঃ হৃদয় প্রাং (২২), ২। মোঃ সোহেল রানা (২৬), ৩। মোঃ মাহবুবুর রহমান শাওন (২০) ও ৪। মোঃ আশরাফুল ইসলাম (২১) দেরকে গ্রেফতার করে। আটককৃত ০৫ জন ডাকাত ঘটনায় নিজেদেরকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটিতে ৩৯৫/৩৯৭ ধারা সংযোজনের প্রক্রিয়া চলছে। উক্ত ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত প্রাইভেট কার উদ্ধার সংক্রান্তে অদ্য ২৩/০৫/২০২০ খ্রি সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর।