মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নাটোর জেলার ২৩ জন আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে বিতরণ
২৯ এপ্রিল, ২০২০
গত ০৯-০৪-২০২০ খ্রি. পাবনা জেলায় শহীদ এ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট নাটোর জেলার ২৩ জন (নলডাঙ্গা থানার ২০ জন এবং সিংড়া থানার ০৩ জন) চরমপন্থী আত্মসমর্পণ করে । মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রত্যেককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে অর্থ বরাদ্দ করেন । জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর এর সভাপতিত্বে অদ্য ২৮-০৪-২০২০ খ্রি. সময় ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, নাটোর-৩; আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য, নাটোর-২; জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর; জনাব মোঃ জহির উদ্দিন, যুগ্ম পরিচালক, এনএসআই, রাজশাহী বিভাগীয় প্রধান, রাজশাহীগণের উপস্থিতিতে নাটোর জেলার ২৩ জন আত্মসমর্পণকারী প্রত্যেক চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয় ।