সামাজিক দূরত্ব নিশ্চিত করি, সরকারি নির্দেশনা পালন করি
০৮ এপ্রিল, ২০২০
অত্র নাটোর জেলায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফার্মেসী, হাসপাতাল এবং জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠান ব্যতীত সকল কিছু বিকেল ০৫ টার পর খোলা রাখা যাবে না, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না । আতঙ্ক নয়, গুজব নয়, করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সাবধানতা ও সচেতনতা প্রয়োজন । এহেন পরিস্থিতিতে যদি কেউ গুজব ছড়ায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি ও হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলা এবং সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য জেলার সকল থানা, ডিবি টিম, ট্রাফিক পুলিশ, স্পেশাল টীম মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে । আসুন আমরা নিজেকে নিরাপদ রেখে সমাজের অন্যদেরকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করি । প্রয়োজনে পুলিশকে তথ্য দিন, পুলিশের সহযোগিতা নিন ।