নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী ও ০২ জন মাদক সেবনকারী গ্রেফতার
২৯ জানুয়ারী, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ ইমরান হাসান, এসআই মোঃ খাইরুজ্জামান সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিষেশ অভিযান সহ গ্রেফতারী পরোয়ানা ডিউটি করা কালে ইং ২৮/০১/২০২০ তারিখ ১৯.৫০ ঘটিকার সময় এসআই মোঃ ইমরান হাসান,বিপি-৯০১৭২০০২৭৭ () মোবাইল : ০১৭২৩-৭৮৮১২৬; লালপুর থানাধীন মোমিনপুর গ্রামস্থ মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ০২ (দুই) গ্রাম, মূল্য অনুমান- ৪,০০০/- (চার হাজার) টাকা সহ আসামী ১. (8CMNB) মোঃ খাদেজুল (২৮), পিতা- মোঃ নাজু স্থায়ী : গ্রাম- অমৃতপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন এবং থানায় এসে বাদী হয়ে একটি মামলা রুজু করেন একই তারিখ ২১.০৫ ঘটিকার সময় এসআই মোঃ রফিকুল ইসলাম বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান করাকালে লালপুর থানাধীন করিমপুর (রেল কলোনী) গ্রামস্থ ধৃত আসামী মোঃ সুজন এর বসত বাড়ীর উঠান হইতে গাঁজা সেবন করা অবস্থায় ১. (8CMM9) মোঃ মিঠু (৩২), পিতা- মোঃ মসলেম উদ্দিন স্থায়ী : গ্রাম- করিমপুর (জোরগেট) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (8CMMC) মোঃ সুজন (৩০), পিতা- মৃত আবুল কাশেম স্থায়ী : গ্রাম- করিমপুর (রেল কলোনী) , উপজেলা/থানা- লালপুর, নাটোরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন এবং থানায় এসে বাদী হয়ে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।